হেমন্ত এসে গেছে,
মনের দুয়ারের কাছে।
নিজ বিদায় বেলায়,
বলে গেছে শ্বেত কাশ।
আজ শরৎ ফিরলেও,
আসবে,দিয়েছে আশ্বাস।
শিউলীদের আনাগোনা,
শুভ নব এক প্রভাতে।
শরৎ হেমন্ত কথা হয়,
অজানা গভীর রাতে।
বুক ভরা ভালোবাসা,
প্রাণ ভরা মন কথা।
শরতের কিছু বাকিটা
হেমন্ত দিবে পূর্ণতা------