চলেছি মহাকাশ ঘুরে ঘুরে,
পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে।
আবার আসবো ফিরে,
বাংলার কোন এক অজানা নদী তীরে।
সবুজ শ্যামলা মাঠে, ঘাটে,
না হয় ভরা নদীর তটে।
নিয়ে রামধনু আর শ্বেত মেঘেদের ছানা।
দেখবে সহজেই যাবে চেনা।
রব ডালে ডালে, রঙ্গিল ফুলে ফুলে,
দেখিয়ে দেবে শরতের শ্বেত শুভ্র কাশ-
সহজেই চিনবে,রেখে গেলাম এই বিশ্বাস।
............................................................
“নির্মল চিত্ত, নির্মল মন,
সদা আনন্দ সারাক্ষণ।
স্বচ্ছ হৃদয়, স্বচ্ছ প্রাণ,
জগৎ জুড়ে বাজুক মানবতার গান”।
-------------------- নির্মল চিত্ত