দেখেছো তুমি বহুবার
শত সহস্র বছরে অনেক পতন উত্থান।
দেখেছো জীবন মরণের
শত সহস্র আনন্দ বেদনার সুরের গান।
আদি থেকে অনন্ত।
থেকেছো নীরব নিশ্চুপ।
হয়েছে পরিবর্তন বহুরুপ।
এসেছে সংসারে,বারেবারে।
এসেছে সোনলী বসন্ত।
ঝরেছে ফুল-রঙেছে দিগন্ত।
আদি থেকে অনন্ত।
উত্থান পতনে বিদ্ধস্ত ধরণী।
কেটেছে সুখে দুঃখে শত রজনী।
তবুও তুমি নীরব ধীর শান্ত।
আদি থেকে অনন্ত----।