দীর্ঘ প্রতীক্ষা
মাটির উদরে মাতৃ  ভ্রণ  নিদ্রিত
অভিমানী স্বপ্নের ডানা শামুকের কঠিন প্রাচীর বাঁধানো দেহে আবদ্ধ।
ঘুম ভেঙ্গে জেগে ওঠা অনিশ্চিত।

তবু অপেক্ষা
বৃদ্ধ পৃথিবীর সতেজ আবর্তনে
বুকের মাঝে বিস্তৃত জমির পাঠাতনে।

এক টুকরো  আলো খুঁজি
চকমকি পাথরের কোলে,
দেশলাইয়ের কৃষ্ণ কালো মস্তিষ্কের চুলে।।

খুলে দেখি শৈশবের পশ্চাতে ফেলে আসা বর্ণপরিচয়,
প্রথম ছড়া কবিতার শেষ অধ্যায়।
হৈমন্তিক শীত কুয়াশায় ঘুম ভাঙ্গে
উদ্বাস্তু আঁধারে,
নির্জন নিঝুম দুপুরে।
:::::::::::::::::::০০:::::::::::::::::::
নগর মুর্শিদাবাদ, ভারত বর্ষ
ইংরেজি-১০/১১/২০২২