এক পলক ঘুম ভেঙে জেগে ওঠা
পলাশ শিমূল।
জেগে ওঠা শিশু আমের মুকুল।
ফেলে আসা ছেড়া এক টুকরো শীতল সময়।
জেগে ওঠেই বাংলা বর্ণমালার,
কান্নায় ভেঙে পড়ে কোমল হৃদয়।
হিংস্র পশু পক্ষীর বিষাক্ত থাবার আছর
শরীর ক্ষত বিক্ষত রক্ত ঝরে।
ব্যথা বেদনার যন্ত্রনা হৃদয় অন্তরে।
মায়ের স্নেহ আদরে মাতৃভাষা হয়েছে ধন্য।
রক্ত ঝরায় শত বীরপুত্র মাতৃ ভাষার জন্য।
জেগে ওঠে ফাগুনের এক বসন্তে
প্রথম ফোঁটা রক্তে ভেজা পলাশ শিমূলে।
জেগে ওঠে বসন্তের সুগন্ধিত আমের মুকুলে।
জেগে ওঠে " অ,আ-ক,খ বর্ণমালা হাসি মুখে,
সংগ্রামী স্বীকৃতি পায় বিশ্ব বুকে।
আমার প্রাণের বাংলা বর্ণমালা, বাংলা ভাষা।
মায়ের স্নেহ আদরের ভালোবাসা।
থেকো চির অমর,
বাংলা ভাষা, বর্ণমালা, বাংলা প্রতিটি অক্ষর।