সন্ধ্যা গড়িয়ে যায়
মহঃ সানারুল মোমিন
সন্ধ্যা গড়িয়ে যায়
ধীরে ধীরে বেড়ে চলে পৃথিবীর আয়ু।
সেই কোন কালে কার কোলে জন্ম ।
পাতা ঝরার দিন শুরু,
সমাধান সুত্র খুঁজে না কেউ।
বেমালম ভুলেই গেছে- সবাই খুব ব্যস্ত।
রক্তে যজ্ঞে স্নান করা গুমোট বাতাস,
বেলা শেষে খুব ক্লান্ত আসহায়।
ফিরে চলে বাকি কিছু সান্ধ্য পাখির দল,
দিন শেষে।
কবিতার শব্দ ভাষা হারায়,
পড়ে থাকা এবড়ো খেবড়ো চষা মাটির জমিতে।
খুবই সত্য,
নতুন বছরের অনুষ্ঠান।
ছেড়ে চলে যায় প্রবীন,- স্বগত নবীন।
সমাধান সুত্র খুঁজে না কেউ।
বেমালম ভুলেই গেছে- সবাই খুব ব্যস্ত।
.......................................।।
১৫/০৬/২০০২-