সময়ের শরীরে
মহঃ সানারুল মোমিন
সময় চলেছে সময়ের হাত ধরে-
সীমাহীন ঠিকানায়।
কিছু হয়েছে ধ্বংস,কিছু অমর,বাকি-
জানে না হৃদয়।
আগামীতে কে আসবে,ভালো কি বাসবে
জানে কি এই মন।
জ্বলেছে মনের বনে দাবানল,নীরব কোলাহল-
পুড়ে ছাই মধু বন।
সময়ের শরীরে,শীতল উদরে-মেখেছে
আগুনের তপ্ত প্রলেপ।
অগ্নি শিখায়- জ্বলে পৃথিবীর হৃদয়।
নেই ব্যথার আক্ষেপ।