সময়ের ভাঁজে
                 মহঃ সানারুল মোমিন

বিষাদ,
ক্লান্ত অবসাদ।
লজ্জায় মুখ গুঁজে পড়ে আছে হাজার স্বপ্ন।
নিমেষে ভিজে যায় কান্নায় মনের বারান্দা।

করি স্মৃতি মন্থন,
উঠে আসে বিষাদ কলস।
কলস ভর্তি শুধু ভুল ভ্রান্তির শত দুঃখ বেদনা।
সত্যরা লুকায় অজানা অচেনা পেশীর ভাঁজে।

নদী জল,
আর নাই- কমে আসে।
জাগে ন্যাড়া ব্রণের মত  উর্বরহীন বালির চর।
অসহ্য ব্যথা যন্ত্রণা- স্বপ্ন ভাঙে শিশু প্রভাতে।

একা,নিঃসঙ্গ,
ক্ষত বিক্ষত জীবন।
গভীর আঁধারে মিশে যায় সত্য ইচ্ছা স্বপ্নের দল।
পূর্ণিমার চাঁদ বর্ণহীন চলে আজ অমাবস্যার কোলে।

এই ভাবেই চলে,আদি কাল থেকে অনন্ত।