কে,কবে,কখন কোথা হতে?
এসেছো কোনো এক পথটি ধরে-
পৃথিবীর বুকে-
সভ্যতা নামটির খোঁজে।
কখন যেন কারা ?-
খুঁজে পায় ঐ নামটি-‘সভ্যতা’
অনুকুল পরিবেশে স্বপ্ন খুঁজে পায়-
ধরনীর বুকে –
বীজ বোপন করে বহু স্বপ্ন নিয়ে-‘সভ্যতার’
কার হাতটি ধরে ?–
হামাগুড়ি দিয়ে পথ চলা-
ধীরে ধীরে গুটি গুটি পায়ে—
কত পথ চলবে?-কেমন হবে চলা?
তার কি ছিল জানা?
কি ছিল তার স্বপ্ন-আশা?
ফিরে যেতে চাই-
সেই সৃষ্টির মূলে-
সব কিছু ভুলে।
দেখতে চাই-সভ্যতার সৃষ্টির পথ,
কারা ছিল তারা?
উড়িয়ে ছিল জীবনের চলার রথ।
কে দিল প্রাণ,কে দিল এই জীবন?
এই পৃথিবীর বুকে।
মন যে বড় ব্যকুল,
কাদের অব দানে আছি সুখে।
ধ্ব্ংশ হতে মত্ত আজ-
তাদের গড়া স্বপ্ন-আশা,
মনে ভয়-বড়ো আজ।
ছড়িয়ে যাক চারিদিকে-
মানবতা আর ভালোবাসা।