রৌদ্র ভেজা দিন
মহঃ সানারুল মোমিন

ধীরে ধীরে সময় চলে যায়-
ঐ অজানা নীল আকাশের গায়।

শীতল রৌদ্র মেঘের দিন-
অবুজ শিশু হাত গুনে-আর শোধ হবে কি ঋণ?

শুকোয় ঘাসের ডগায় জমে থাকা
        অঘ্রাণের শীতল শিশির কণা।
রঙ হারিয়ে ঘুমিয়ে আছে
       প্রজাপতির রঙ্গিল ডানা।

শেষ হয়েছে বুনো শালিকের চলা ফেরার দিন,
      বৃদ্ধ বালক ভুলেই গেছে এক আর দুই যোগে তিন।

শান্ত জনপথ,শান্ত নদী- নালা
      বুকে নিয়ে ফেরে উষ্ণ পানীয় জল।
হারিয়ে গেছে অনেক আগেই নদীর জলে
           বালকদের জল খেলার কোলাহল।

পেরিয়ে যায় এক একটি রৌদ্র ভেজা দিন
            ফেলা আসা সময়ের স্তুপের ভাঁজে।
বিষণ্ণ মলিন চাঁদ- বৃদ্ধার কুঁড়ো ঘরে
            রুগ্ন প্রদীপের মাঝে।
............................................................।
তারিখ- ইং-২৫/০৩/২০২২ সময় দুপুর-১২টা
বাংলা- ১০ ই চৈত্র-১৪২৮ শুক্রবার
খড়গ্রাম, মুর্শিদাবাদ,পঃব,ভারত