নদী
মহঃসানারুল মোমিন
আকাশ বৃষ্টির হাসি কান্না,
শরত হেমন্তের শিশির দানা।
মিলেমিশে এক হয়েছে চিরকাল,
পেয়েছে নদী বুক ভরা জল।
আকাশের প্রেম ভালোবাসা,
মেঘেদের ঘনঘন কাছে আসা।
আনন্দে সৃষ্টির কোলাহল,
নদীর হৃদয় পেয়েছে অমৃত জল।
আদরে,ধরণীর বুক চিরে,
সুখ,দুঃখ মায়া মমতা ঘিরে।
জেগেছে গঙ্গা, যমুনা সিন্ধু,
মিলে মিশে কথা কয়-----
নদী জল আর শিশিরের বিন্দু।
জেগেছে জগত,জেগেছে সভ্যতা,
শত সহস্র নদীর বুক চীরে।
শত সৃষ্টির সৃষ্টি কলরব—
মায়া মমতার হাতটি ধরে।
বিষাক্ত শরীর, বিষাক্ত বুক
দুষিত বাহিত জলধারা।
সুস্থ শরীর- অচল অবশ
আজ নদী যেন প্রাণ হারা।