জাগো,নব প্রত্যুষে জাগো
মহঃসানারুল মোমিন
আছে বহু সঞ্চয়,
এবার শুধু ক্ষয়।
আকাশের বুক চিরে, বৃষ্টির হাত ধরে।
নেমে আসে একগুচ্ছ ধূসর অন্ধকার।
একদিন-
নতুন প্রত্যুষে সৃষ্টির প্রসব যন্ত্রণা ভুলে,
গভীর আধাঁর থেকে আসা ফুলে ফলে।
মৃদু হেসে ঘুমন্ত রবি,
আঁকে প্রত্যুষের ছবি।
প্রতি দিনে,প্রতিক্ষনে হয় সৃষ্টির সঞ্চয়।
আসে সৃষ্টির মহা জয়।
আজ শুধু ঘুমায়, সৃষ্টিশীল সময়।
নেমে আসে ধ্বংসের অদৃশ্য প্রলয়।
চারি দিকে শুধু ক্ষয় আর ক্ষয়- - -
শত কন্ঠে শুনি,
হাহাকারের প্রতিধ্বনি-
"জাগো,নব প্রত্যুষে জাগো
হে, আগামী,
সাজাও চির সুখে এই বিশ্বভুমি।