হাজার রাতের জোনাকি,
জ্বলবে আর কি।
রেখেছি যারে,আঁখি নীরে,
খুঁজি তারে, বারেবারে,
সে আর ফিরবে কি।
তিমির আঁধার রজনী,
আজ চাঁদ আসেনি।
তারারা জেগে ছিল ,
কিছুই বাকি রাখেনি।
আসবে কি রাতের জোনাকি।
আকাশ ছায়াপথ বেয়ে,
অজানা গান গেয়ে।
কৃষ্ণ সাগরের তীরে,
গভীর কালো আঁধারে,
খুঁজি কিছু জোনাকি—
একবার সে জ্বলবে কি?