রামধনু,কোথায় পেলে রঙ?
বলো,একবার কানে কানে।
আমার পৃথিবীর শত শত রঙ আছে,
মাটির বুকের কোনে কোনে।
বৃষ্টি পেলেই আদরে জেগে ওঠেে,
নানা ফুল হয়ে হেসে হেসে ফুটে ওঠে।
মহান প্রভু স্রষ্টার প্রেমের অবদানে।
রামধনু বল একবার কানে কানে।
কি অপরুপ ময়ুর,প্রজাপতির রঙ।
রঙে ভরা এই পৃথিবীর জগৎ গাঙ।
রঙে রঙে ভরে যায়,পশু পাখি পাতায়।
বিশ্ব জাগে,অপরুপ সব রঙের গানে।
রঙের ছোঁয়ায় দোলা জাগে মনে প্রাণে-
সব রঙ আছে,মাটির হৃদয়ের কোনে কোনে----