কি সুন্দর? ভালো লাগে-
পুরানো সুখ স্মৃতি খুঁজতে।
মাখে মাঝে লাগে ভয়-
নতুনকে মন দিয়ে বুঝতে।

বোকা মন,দিনমান সারাক্ষণ
ছুটে চলে, নানা রঙে উড়তে।
বোবা মুখ, খুঁজে, নানা সুখ-
হৃদয়ের কোমল মাটি খুঁড়তে।


কি মধুর? ভালো লাগে-
হৃদয়ের কবিতাগুলো পড়তে।
কেন পুরানোকে দুরে রাখি?
নতুন নতুন কিছু গড়তে।

পুরানো নতুনে মিলে মিশে-
কখন যেন হল  একাকার।
নতুনকে কাছে পেতে গেলে-
পুরানোকে ফিরে পাই বারবার।


.............................................
রচনাকালঃ ইংরাজি-২৭-১১-২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ