[২৮-১১-২০১৭ তারিখে প্রকাশিত আসরের পরম শ্রদ্ধেয় কবি মাননীয়   ড. প্রীতিশ চৌধুরী  মহাশয়ের “প্রজাপতির রং” কবিতায় মন্তব্য করতে গিয়ে ২৯-১১-২০১৭ তারিখে আমার এইটি লিখা। শ্রদ্ধেয় কবিকে উপহার দিলাম]

জীবনের মরা গাঙে,
শত ফুলে শত রঙে।
বিহঙ্গ মেলিলো ডানা।
দিগন্তে,অজান্তে—
সুর তোলে ঐ কোকিল দোয়েল ছানা।
না-না-না- তাদের উড়িতে নাকি মানা?


জীবন-এর নদীতে,
চলিতে চলিতে।
প্রজাপতি ছড়াইলো কত রঙ।
সবার অজান্তে,মনের একান্তে।
কানায় কানায় ভরে গেছে মরা গাঙ।
এইতো বুঝি প্রকৃতির অপরূপ ঢঙ?

স্বপ্নের কালিতে,
হৃদয়ের তুলিতে,খেলিতে খেলিতে।
প্রজাপতির ডানায় আঁকিল নানা ছবি।
দুর দিগন্তে, হেমন্তে, বসন্তে।
সদা হাসি, খুশি রয় আমাদের আদরের রবি।
মনোপ্রদীপ জ্বেলে,সবকিছু ফেলে,ব্যস্থ কোন কবি?
......................................................
রচনাকালঃ ইংরাজি-২৯-১১-২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ।