[০৫-১০-২০১৭ তারিখে প্রিয় কবি শাজাহান কবীর শান্ত মহাশয়ের “দোয়েলপাখি” কবিতায় মন্তব্য দিতে গিয়ে লিখা]


ও আমার দোয়েল পাখি
তোমার ঐ কাজল মাখা দুটি আঁখি।
আমি দুই নয়নে,শুধু চেয়ে চেয়ে দেখি
অতি যতনে,দুই নয়নে,হৃদয়েতে রাখি।

গাছের ডালে ঝোপ আড়ালে
সদাই তুমি আনন্দতে থাকো।
তোমার সৌন্দর্যের আমি ভিখারি
তোমার হৃদয়েতে আমার রাখো।

মিষ্টি সুরে দিন দুপুরে
সুরে সুরে আনন্দতে ডাকো।
শিষ দেওয়া ঠোঁট ফড়িং ধরে
নেচে নেচে ডালে ডালে থাকো।

রঙটি কালো,করে আলো
রাঙাও মোদের হৃদয়।
অতি যতনে, দুই নয়নে
রাখি তোমায় ভালোবাসায়।