শত শহস্র বছর ধরে,
কারে রেখেছো-?
আপন করে, মনের মাঝারে,
বড় আদরে, হৃদয় সাগরে।

একটিবার বলো ওগো, মোর পৃথিবী।
যুগে যুগে- তোমার প্রেম কাহিনী।
আকাশের তরে-প্রশ্ন আসে মন মাঝারে।
করেছে এই প্রশ্ন হাজার শিল্পী,হাজার কবি।

তোমারই বুকের মাঝে, তোমারই শিশু
যখনই রয়েছে ক্ষুধায়।
তখনই ভরেছে তোমার উষ্ণ হৃদয়,
শীতল বাদল সুধায়।

এঁকেছে হাজারও প্রেমছবি বারবার।
রামধনুর শত রঙের পরশ ছড়িয়েছে নিজ বুকে।
বলেনিতো একবার, দিয়েছে সঙ্কেত বহুবার।
বোবা পাগলমন,বুক ফেটেছে,বলেনি একবার নিজ মুখে।

প্রেমিক প্রেমিকার মত করেছো অনেক কষ্ট,
সৃষ্টি করেছো হাজার, কিছু না করে নষ্ট,
গ্রীষ্মের উষ্ণ,তপ্ত দাবাদাহে।
প্রেমিক আকাশ বুনেছে,শত শত স্বপ্নের বীজ,
করেছে হাজার সৃষ্টি, তোমারই নরম কোমল দেহে।


একটিবার বলো ওগো,সুন্দর পৃথিবী।
প্রেম ভালোবাসা কাকে কয়?
একি প্রেম ভালোবাসা  নয়?
এঁকেছ নানান স্বপ্ন মাখা রঙিন ছবি।
তুলির আঁচড়ে,কলমের কালির ঝর্নায়,
ব্যস্ত যুগে যুগে-হাজার শিল্পী,হাজার কবি।


--------------------ক্রমশ চলবে--

ইংরাজি-০১.০৯.২০১৭
নগর,মুর্শিদাবাদ