নীল সাগরের কোন আকাশ কোণে,
তোমার আমি রেখে মনে।
এঁকেছি এক প্রেমের ছবি,
ভোর সকালে জাগিয়ে দিল,মোর প্রাণের রবি।
রামধনু আজ সাজিয়ে রঙের থালা,
তারারা গাঁথল প্রেমের মালা।

মেঘ চলেছে দলে দলে।
সাজিয়ে দিল ফুলে ফুলে।
আমার প্রেমের ঘর,
সুপ্ত হৃদয় জাগিয়ে দিল-প্রেমের অন্তর।

উল্কা দিয়ে ঝরিয়ে আলো-
প্রেমের প্রদীপ একটু জ্বালো।





চন্দ্রমণি, একটু তারে বলো-
সে, যেন আমায় বাসে ভালো।

..........................................
..........................................
রচনা কাল-ছেলেবেলা,
সময়-অজানা