[আসরের পরম স্নেহের কবি পল্লব মহাশয়ের প্রতি উৎসর্গ করলাম আমার এই লিখাটি]

সুরে সুরে,গানে গানে-
চলছে নদী, ভাটার টানে।
গাইছে মধূর গান।
দুলছে সবার প্রাণ।
এসব বাংলা ভাষার দান।

সুর ভাসে আজ পথে পথে।
বাউল ফকির সুর তোলে একতারাতে।
শুনি,হাসন রাজার গান।
হৃদয়ে জাগে প্রাণ।
এসব বাংলা মায়ের দান।

লোকগীতি আর গানের প্রীতি,
আছে যত শত ছন্দ রীতি।
মেঠো পথে বাজে মধূমাখা গান।
আমার ছন্দে জাগে প্রাণ।
এসব আমার ভাষার দান।

পদ্মা আর গঙ্গার তীরে,
সুর ওঠে আজ হৃদয় পুরে।
শত ছন্দে,শত সুরে সৃষ্টি হয় গান।
মহানন্দে পাগল হয় প্রাণ।
এসব বাংলা ভাষার দান।

ঘুম পাড়ানী মাসি-পিশি।
গাইছে গান দিবানিশ।
উঠছে মধূর সুরের তান।
জুড়ায় আমার হৃদয় প্রাণ।
এসব মোদের ভাষার দান।

শিশু ঘুমায় মায়ের কোলে,
ছন্দে ছন্দে সুর তুলে তুলে।
গায় প্রাণের সুরে গান।
ইহা কার প্রেমের অবদান?
এসব মোদের মায়ের স্নেহের দান।

.........................................................
ইংরাজিঃ ০৪-০১-২০১৮
রাত্রিঃ ১১ টা ৩০ মিনিট
নগর, মুর্শিদাবাদ