আমার প্রাণের মোহনায়,কখনও রাঙা জ্যোৎস্নায়।
কত না মনের বাসনায়, মোর হৃদয়ের আঙিনায়।
বসিয়া হৃদয়ের তীরে।
গান গাও প্রেমের সুরে।
ব্যাকুল,প্রেমের রচনায়,মোর হৃদয়ের ঝরনায়।



রচনাঃ ৬ই জুলাই,২০১৭
বৃহঃবার,খড়গ্রাম।