বাংলা ভাষা,আমার প্রাণের ভাষা।
     শুকনো মনের অধিক আশা।
       সবার হৃদয়ের ভালোবাসা।
         স্বপ্ন ছড়ায়, বিশ্ব কাননে।
         স্বপ্ন জাগায়,নিরস প্রানে।

বাংলা ভাষা, আমার হৃদয়ের মণি।
         হীরক রাজার হীরক খনি।
           সবার প্রাণের স্বপ্ন বানী।
          স্বপ্ন ছড়ায়, বিশ্ব মাঝারে।
    প্রাণের গভীরে আলো আঁধারে।

আমার,বাংলা ভাষা,হবে বিশ্ব ভাষা।
        মিটাবে সবার মনের হতাশা।
         মিটাবে প্রাণের সব নিরাশা।
          দেখাবে স্বপ্ন, দিবানিশিতে।
     বাংলায় হবে সুর,মধূর বাঁশিতে।


আমার, বাংলা ভাষা,সবার প্রেরণা।
           শত মানবের শত চেতনা।
            স্বচ্ছ মনের স্বচ্ছ আয়না।
  উড়ছে পতাকা,আলোক বর্ষ দুরে।
  মধুর ভাষা, সুর তোলে সুরে সুরে।

বাংলা ভাষা,আমার প্রিয় মায়ের ভাষা।
                 রঙিন স্বপ্নে, স্বপ্নে ভাসা।
             হাজার মনের হাজার আশা।
           চলেছে বাংলা হতে বিশ্বপানে।
ভরেছে ভূবন,বাংলা ভাষার গানে গানে।


  বাংলা ভাষা, আমার মায়ের দুগ্ধ সম।
                      প্রিয় থেকে প্রিয়তম।
             যেন এক অমূল্য অমৃতসম।
   জুড়ায় সারা বিশ্ববাসীর শুকনো প্রাণ।
ভাষা গর্ব,বাংলা ভাষা  জগতের সম্মান।



একই স্বপ্ন,  একই আশা,আমার ভাষা।
                 একদিন হবে বিশ্ব ভাষা।
             আমার প্রাণের মুখের ভাষা।
জাগাবে সাড়া, সারা জগৎবাসীর মনে।
বাংলার সুরে, ভরবে জগৎ গানে গানে।

.........................................................................................................