পোষ মানা অচিন পাখি-
যাসনে চলে দুরে।
তোর যে খুব আদর করি-
আয় না একটু ঘুরে।
মনের মাঝে, সুর যে বাজে,
ধর না সুখের গান?
তুই যে আমার মনের সাথী
তুই যে আমার প্রাণ।
হৃদয় থেকে উড়ে গেলে-
রইবে পড়ে ধড়।
শূন্য হবে জীবন খানা,
রইবে,দেহ রুপী ঘর।
এসেছিস কখন কোন কালেতে?
ভাবি সারাক্ষণ।
কখন যে উড়ে যাবি-
ভাবে না আমার মন।
যাবার বেলায় বলিস আমায়
করবো বেশি বেশি আদর।
মিছে মিছে কাঁদাস না –
ব্যথা পাবে অন্তর।