মনের সংবাদ,
পড়ে গেছে বাদ।
রাখেনি খোঁজ কেউ।
মনের সাগর উতাল পাথাল,
আজও বয়ে চলে অশান্ত বিষাদ ঢেউ।
আজও বেজে চলে,
মনের বিস্বাদ সাগর জলে।
সারা দুপুর,বেদনার বিষাদ নূপুর।
হারিয়েছি আপন চেনা জানা জীবনের পথ।
জীবন মৃত্যুর মাঝে অল্প সময়,তবু ভাবি বহুদূর।