কবিতা গানে অভিমানে
মহঃ সানারুল মোমিন
............................................................
এসো, এসো গো-প্রিয়া,
মোর বকুল মালতী-
খুলেছি মোর সুরভিত কাননের দ্বার।
খোঁজ নিয়ে যায় মোর প্রিয়,
দোয়েল কোকিল,কোয়েল বারবার।
সুমধুর সুর তোলে,
নাচে প্রিয় দুলে দুলে-
সুর আর গানের তালে তালে।
পায়ে পড়ে স্বপনের সুরের নূপুর।
আজ হৃদয় যেন প্রেমেরওপুর।
আজ শত রঙিন স্বপন মাখা,
প্রেমে যেন হৃদয় কানন ঢাকা-
সে তো নয় আজ নীরব দুপুর।
বাজে আজ চেনা,অচেনা হাজার সুর-
যেন বহু চেনা স্বপ্ন মধুর।
দোয়েল,কোয়েল গাইবে বলে,
গাইতে চায় প্রেমের গান।
শত শত পুষ্পকলি,থাকে নীরবে-
দেখায় তারা- মান অভিমান।
মিছে শুধু দেখায় মান অভিমান।
লাজুক লাজুক দুটি আঁখি-
শত পুষ্প পাপড়ি রাখে ঢাকি।
জাগে প্রেম হৃদয় কাননে।
আছে তারা বুঝি শত অভিমানে?
হৃদয় রয় শত গানে অভিমানে।
............................................................
নগর, মুর্শিদাবাদ।