বছরের পাঁজরে খদিত পূণ্য এক নাম
সে যে সবার মাহে রমজান।
পাপ পুণ্যের হিসাবের পবিত্র সূচক
আনন্দে দুলে সবার মন প্রাণ।
এসো মানব,বিশ্ব বাসী,আজ থেকে যায়
মনের সব ভেদাভেদ ভুলে।
হাসি খুশি মনে রাখি রোজা,পড়ি নামাজ
পড়ি কোরআন হৃদয় খুলে।
মহান প্রভুর মহিমায় পুণ্য পূর্ন হোক
সাহরী-দিন শেষে ইফতারে।
নামাজ রোজা জিকির তারাবী তেলাওয়াত
বেহেশতী সুগন্ধী ছড়ায় অন্তরে।
শপথ করি মহান শ্রষ্ঠার পবিত্র নামে
সব সময় করি স্মরণ রমজান।
পবিত্রতায় হোক পবিত্র মহান প্রভুর
প্রতিটি সৃষ্টির মহত্বের গুণগান।
------------------------------
১৪-০৪-২০২১ রাত্রি ২টো
নগর,খড়গ্রাম,মুর্শিদাবাদ, ভারত