ফাগুন এনেছে রাঙা বসন্ত-
শত রঙে সাজে ঐ দিগন্ত।
আহঃ কি আনন্দ মনে মনে-
সুর ওঠে আজ গানে গানে।
পুষ্পকলি, হাসে খালি-
নিজ মনে,আনমনে।–ঐ বনে।
সুর ওঠে- পাতায় পাতায়,
ছবি আঁকে গুল্ম লতায়-
কোন সুরের গান শুনি,
শুনি গানে গানে শত ফাল্গুনী।
মিষ্টি সুরের দুষ্ট হাসি,
সুর তুলে বাজায় বাঁশি।
রাঙা মেঘে, থেকে থেকে –
সুর ঝরে,শুধু নূপুরে।
শুনি কার আগমনী-?
মনে মনে গানে গানে
শত রঙে আসে ফাল্গুনী।
.............................................
আগামী কবিতা-
শোকের ফেব্রুয়ারী
এলো বুঝি মোদের
শোকের ফেব্রুয়ারী?
শক্ত করে হাত ধরি ধরি।
দাড়িয়ে সারি সারি।
গাই মোরা শোকের গান।
ব্যথা ভরা,শোকে ভরা প্রাণ।
এলো বুঝি মোদের
শোকের ফেব্রুয়ারী?
শক্ত করে হাত ধরি ধরি।
দাড়িয়ে সারি সারি।
গাই মোরা শোকের গান।
ব্যথা ভরা,শোকে ভরা প্রাণ।
ভাইয়ের রক্তে ভাসে রাজপথ-
এলো বুঝি স্বাধীনতার রথ।
দুঃখে ভরা,মোদের হৃদয়-
রক্ত দিল মোদের হাজার ভাই।
হাজার শোকে, মনের দুঃখে
ফেব্রুয়ারীর গান গায়-
রক্ত দিল মোদের হাজার ভাই।
“মা” মুখে ভাষা থাকবেই-
হাজার বাঙালী জাগবেই।
মুখের ভাষার সাথে একদিন
“ মা”এর মুক্তি ঘটবেই।
হাজার বাঙালী জাগবেই।
......................................................