হয়তো একদিন-২
মহঃ সানারুল মোমিন
গানের মাঝে বিষাক্ত সুর,
পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূর।
বিষাক্ত ছায়াপথের অচেনা বাতাসে,
নিরাপত্তা বিহীন রাতের আকাশে।
জঞ্জাল কক্ষপথে থমকে নক্ষত্র-চন্দ্র তারা,
ভাবুক সময়,ভাবুক আগামী,হোক না হয় সারা।
জ্যোৎস্না কিরণে জোনাকির আলোর মিশ্রণ।
রক্ত আর জলে হোক অজানা দ্রবণ।
নির্বাক আঁধারে ভেসে চলে ছায়া,
অজানা প্রহার,পড়ে বারবার,আসে না প্রেম মায়া।
আরও একবার ছুঁয়ে দেখি,আমি আমিতো?
আঁধার বিছানো রাত, দুর্গম গিরিখাত-
মিশে চলে দিবারাত শূন্যে,
মিছে আত্মগোপন পর্দাহীন অরণ্যে।
.........................................................