আর নয় বসবাস গভীর অরণ্য,
আগামী সভ্যতার জন্য।
টবে হবে চির বসবাস।
বহু সুখে দুঃখে থাকবো বারোমাস।
অরণ্য আজ ধ্বংসের দিকে,
পারিনি কিছুই রেখে যেতে।
টবেই হবে আমার জীবন ধন্য।
আমি তোমার ,আমি হবো সবার জন্য।
থাকবো চেয়ে খাবারের আশায়,
বাঁচবো তোমার আদর ভালোবাসায়,
ছাড়বো স্বাধীন স্বপ্নের অরণ্য।
আসবে ফুল,ভাসবে সুবাস-হবো আমি ধন্য।
.........................................................।
ইংরাজিঃ ২২-০৩-২০১৮,সকালঃ ৯.০০ টা
নগর, মুর্শিদাবাদ।