[কবিতাটি আসরের কবি ও আলোচক মাননীয়  “সরদার আরিফ উদ্দিন” মহাশয় কে উপহার স্বরূপ দেওয়া হল। ]

অপ্রাসঙ্গিক
মহঃ সানারুল মোমিন

বিষণ্ণ পৃথিবীর ওষ্ঠ যুগলে
     জ্বলন্ত যুবক সূর্যের অবস্থান।
রাতের আঁধারে মেশে আঁধার
   অলোক শিশুর
   জন্ম মৃত্যুর কমে ব্যবধান।  

কমে আয়ু,বাড়ে বয়সের হিসাব,
   গতি হারায় প্রেম পিয়াসী নদী।
অশ্রুজলের,মাটির কোনের প্রাণে
   হারায় বাউল,ভাটিয়ালী,মুর্শিদী।

সন্ধ্যাকালে,মায়ের কোমল কোলে,
    চির নিদ্রায় সারারাত থাকে শশী।  
থাক না আকাশ চির আঁধারে,
    এখনও জাগ্রত তারকা রাশি।

মাটির কবরে,পিরামিডের ঘরে,
    আজও কন্দনরত মমী কঙ্কাল।
আগামীর সূর্য- তারা, কেমন হয়?
    অধীর অপেক্ষায় আগামী সকাল।  

স্বপ্ন বিছায়,পোড়া মনের হৃদয়,
    ঘুমায় আগামী যৌবনের সাথী।
নক্ষত্র, সূর্য হারায় নিজ জ্যোতি
    জাগত্র হয় মৃত মোমবাতি ।

জীবনের পথে,দিবারাতে-
      শুনি ক্ষুধার্তের জীবনের গান।
সুখ গুলো সব লুকোয় ধুলায়
     রুগ্ন শরীরে ভেসে ওঠে ক্ষূধার টান।
............................................................
২০/০৮/২০২২
সকাল ৯:১০ মিনিট,শনিবার
নগর,খড়গ্রাম, মুর্শিদাবাদ, প:ব,ভারতবর্ষ