হয়তো একদিন সময়ের বুকে দিবে আঘাত -
মনেই রাখবে না সারা বিশ্ব জগৎ কেউ।
কেউ তো কখনও কোনদিন মনেই রাখেনি-
সাগরের বুকে মিশে গেছে শত কত ঢেউ।
ঝরে গেছে উল্কা রাশি,শুধু তারা খসা হয়ে-
শত স্মৃতি লিখা ছিল,আজ গেছে সব ক্ষয়ে।
অরুণায় প্রেম পেয়েছি ,রবির মাঝে জ্যোতি-
হয়েছে সময় যাই চলে যাই,নেই আর ক্ষতি।