অমর একুশে মাতৃভাষা
         মহঃ সানারুল মোমিন

ভাষা  আমার  বর্ণমালায়
"বর্ণমালা" থেকো হৃদয় অন্তরে।
একুশ অমর বাংলা ভাষায়
   বিরাজিত আজ বিশ্ব মাঝারে।

বাংলা আমার প্রাণের ভাষা
  চির অমর শহীদের একুশে।
একুশ আমার রক্তের সাথী
  রক্তে লিখা শিমুল পলাশে।

********************
২০/০২/২০২২ রাত্রি ১০.১২ মিনিট
নগর,মুর্শিদাবাদ, প:ব,ভারত।