মোর হৃদয় মাঝে কে ধরেছে আজি সুর।
তোমায় আমায় মিলন আজি এতযে মধূর।
আসিল কত রজনী,জাগল বায়ু ধরনী।
অপূর্ব রূপের লীলায় জাগল মোদের হৃদয়পুর।
হোক  মিলন সুমধূর-হোক এ জীবন ভরপুর।


জীবনের দ্বার যাক সব খুলে,সব মায়া মমতা ভুলে।
হৃদয় সাগরে জোয়ার আসুক বারে বারে দুলে দুলে।
তোমারই প্রেমের মায়ায় ,হৃদয় ভরুক ছায়ায়।
হৃদয় কানন ভরে যাক ফুলে ফুলে,
লক্ষ নক্ষত্র থাকুক জ্বলে জ্বলে।