তোমার-্ই অঙ্গে,কি আনন্দে-
ছিলাম আঁধারে ,তোমারি জঠরে।
পুলকিত মন,ছিল সারাক্ষন।
করেছো তোমার অঙ্গে বহন,
দশমাস দশদিন ধরে,তোমারই জঠরে।

ওগো-আমার গরভধারনী-
বহু কষ্ট ভুলে,আমার নিয়ে কোলে,
দিয়েছো বুকের সুধা,স্নেহ্ চুম্বন সদা।
কাটিয়েছো কত দিবা রজনী-
দিয়েছি যাতনা,সহেছো কত না।
ওগো-আমার জননী।

সহ্যকারিনী,ধৈর্যধারিণী-ও আমার “মা”-
রেখেছো বুকের পাঁজরে, বহু আদরে-
রেখেছো প্রেমের বাঁধনে,আদর-যতনে।
শুন্য উদর,রেখে বহুবার-
খায়িয়েছো স্নেহ আদরে,বারেবারে----


রেখে তোমার চরণ তলে,সব কিছু ভুলে।
দিও শান্তির ঘুম তোমার কোলে---