অবসাদ জীবন
মহঃ সানারুল মোমিন

সুদীর্ঘ পথের দীর্ঘ অবসাদ,
জড়িয়ে আছে সারা শরীরে।
নিজের ছবি নিজে নিজে আঁকি,
ভাঙা চূর্ণ আয়নার পাঁজরে।

ধীরে ধীরে আলোছায়া মিশে যায়,
আগামীর গভীর কালো আঁধারে।
আঁধারের ভাঁজ পড়ে দেখা হয়
শিশু আলো বন্ধ স্যাত স্যাত ঘরে।

জোনাকির আগুনে পুড়ে ছাই
সারিসারি আলোকের অভিমান।
উদাসী চোখ চেয়ে দেখে আঁধার
নিস্ফল জীবনে চলার অভিযান।
------------------------
তারিখ ১২/০৬/২০২২
সকাল ৯:১০ মিনিট,সোমবার
নগর,খড়গ্রাম, মুর্শিদাবাদ, প:ব,ভারতবর্ষ