উর্বর জমিতে অর্ধেক বাড়ি,
অর্ধেক আছে অপেক্ষায়,
বিষাদ ঘন্টা বাজুক।
হৃদয় প্রাচীর ভাঙুক।
প্রেমহীন ভালোবাসায়।
মেঘ এড়িয়ে যায়,
দিগন্তরের পারে।
ভূমি ও বৃক্ষরাশি অপেক্ষায়।
একটু জলরাশি চায়।
শুকনো ধরার তীরে।
হৃদয়ের মাঝে এখনও ঘুমন্ত –
চির ঘুমন্ত, আগামীর ভব্যিষৎ।
......................................
২০-৪-২০১৮ শুক্রবার,
খড়গ্রাম, মুর্শিদাবাদ।