আমার শিশু শিখবে বলে,
বাড়ায় বইয়ের বোঝা।
অল্প জ্ঞানে থেকেই গেল,
হল কোমল কোমর কুঁজা।
ব্যাগের ওজন, বাড়িয়ে দ্বিগুণ
হবেই একদিন জ্ঞানী।
শৈশবটাকে মেরে ফেলেই,
করি মিথ্যা হয়রানি।
অল্প দিনে বিনা জ্ঞানে,
নরম শরীর শেষ।
পড়ার নামে শৈশব মারি,
আমরা থাকি বেশ।
বইয়ের চাপে আমার শিশু
ব্যাকা হয়েই হাঁটে-
অধিক পড়ায় ব্যাঘাত মন,
মন বসেনা আর পাঠে।
খেলা ধুলা হারিয়ে গেছে-
জন্ম থেকেই ভাই।
বইয়ের মাঝে মুখ গুঁজায়,
অন্য সময় তার নাই।