এক টুকরো আঁধার ঝরে পড়ে,
পূর্ণিমার চাঁদের বুকে।
বেশতো ছিল শীতল আলোর সুখে।
নক্ষত্ররা ভাবে ওটা বুঝি তার কলঙ্ক।
সহস্র বছর ধরে আজও মেলেনি শেষ হিসাবের অঙ্ক।
কি জানি? কি পাপে? কোন অভিশাপে?
কেটে যায় অনন্ত যুগ, মেঘ বালিকার বাঁকে।
আঁধার পাখি নেমে আসে ঝাঁকে ঝাঁকে।
আজও হিসাব মেলেনি --
থেকেই গেছে কলঙ্ক।
বাদ পড়ে যায় শেষ হিসাবের গাণিতিক অঙ্ক।
::::::::::::::::::::::: ::::: :::::::::::::
০৭/১০/২০২২ শুক্রবার
নগর, মুর্শিদাবাদ, প:ব,ভারতবর্ষ।