আজ হৃদয়ের শরতের আকাশে,-
-ঐ নির্মল স্বচ্ছ মুক্ত বাতাসে।
“রিনিঝিনি তারে চিনি” বাজে সুর সারা দুপুর-
ফোঁটা ফোঁটা শিশির ন্যায় বৃষ্টি পড়ে-টাপুর টাপুর।
যেন অজানা পায়ে বাজে নূপুর,ওঠে অচেনা সুর।
মেঘেদের কোমল তুলা গায়ে,
নীল আকাশের বৃষ্টি ভেজা পায়ে—
খুঁজে চলে রামধনুদের সপ্ত রঙের নীড়,
দিগন্ত হতে ভেসে আসে- খুঁজে অজানা মোহনার তীর।
দোলা দিয়ে প্রাণ ছুঁয়ে সারা দিনমান—
অচিন দেশে কারা গেয়ে চলে জীবনের গান—।
রবির হাসিতে, প্রাণের বাঁশিতে-
শীতল পরশে আঁকে কতনা ছবি,
উদাসীন ভ্রান্ত মনে,গভীর নির্জনে,
উন্মত্ত হয়ে, একা একা রয়ে-
কারা যেন লিখে হাজার হাজার স্মৃতি,
সাক্ষী হয়ে থাকে আমার পৃথিবী------
.............................................
খড়গ্রাম , মুর্শিদাবাদ।