নীরব ভাবনা
মহঃ সানারুল মোমিন
নির্জন পথ,ভাবনায় অলসতা।
শুকনো মাটির গর্ভে অসহায় স্বরলিপি।
বর্ষা ভেজা কবিতার সুরে মোড়া পল্লীর বুকে অচেনা বেদনা।
আঁধারের পথ ধরে,শব্দের খেত জোনাকি আলোয় ঝলসে ওঠে।
নীরব বর্ণমালা জেগে ওঠে শহরের অট্টালিকার শিরদাঁড়া বেয়ে-
আগাছার ফাঁকে ফাঁকে জেগে ওঠে বয়সের ছাপ।
মেঘ ছানা লুকিয়ে পড়ে আকাশের গভীরে।
দুরে সরে যায় উদর ছুঁয়ে থাকা খিদে।
কিছু পাখি আছো সুর তোলে নতুন পৃথিবীর সুচনায়।