নীরব অপেক্ষা
        
মরণের সুমিষ্টি পদধূলি-
            নেবার অপেক্ষায় বহুদিন।
হয়ত হঠাৎ আসবে সেই শুভদিন
                           সুরভিত সন্ধ্যায়।
কিছু কথা, কিছু ব্যথা রেখেছি,
গন্ধহীন রজনীগন্ধায়।

যদি আজ ফুটে-
              দেখবে আশা গেছে টুটে।
বর্ণহীন শুকনো হৃদয়।
ভরা মন অজানা দুঃখ কষ্ট ব্যথায়।