হারিয়ে গেছে সকাল বেলার ঘুম ভাঙ্গানো পাখি।
মাঝে মাঝে  অশ্রু ঝরে শুকিয়ে গেছে দুই আঁখি।

আলো আঁধারে,ভুবন মাঝারে,কারে যেন খুঁজে থাকি?
রঙিন স্বপনে,হৃদয় গহনে তারে কি বারেবারে দেখি?

নীরব গগনে,নিজ নয়নে তারারা দিয়েছে ফাঁকি?
তন্দ্রা ঘনিয়ে,কাদের জানিয়ে চন্দ্র রয়েছে মুখ ঢাকি?

স্বপ্নরা নিরাশায়,হতাশা মন মোহনায়, করে বিচরণ।
ইচ্ছেরা ডানাহীন,ফ্যাকাশে রঙিন,কেন রয় গোপন?

গগন তলে ক্লান্ত রবি, আঁকে ছবি শুধু নিশিদিন।
সরব পৃথিবী নীরব আজ, রয়ে গেছে অতি প্রাচীন।

...........................................................................।।
ইংরাজিঃ ২৮-১০-২০১৭
বাংলাঃ ১০ ই কার্তিক-১৪২৪
খড়গ্রাম, মুর্শিদাবাদ