চড়ুই পাখি-
“ নাই গৃহ, নাই বাসা,
তবুও আছি বেশ খাসা।
পরের ঘরে ভালোবাসা।
মনে জাগাই অধিক আশা।
নাই চিন্তা, নাই ভাবনা।
নাই কোনো দেনা পাওনা
পাই মনে প্রাণে হাজার সুখ।
বহু কষ্টে বানাও গৃহ
বিষাদ মনে কেন ফিরো,
সাজানো ছিল নানা রঙে,
বৃষ্টি বাদল দিল ভেঙে।
পাও কেমন দুঃখ,
নাই মনে কোনো সুখ”।
বাবুই পাখি—
“ পরের গৃহে তোর সুখের বাস,
একদিন করবে খুব হতাশ।
পরের নিয়ে অধিক আশা,
একদিন করবে খুব নিরাশা,
অল্পতে আমি খুশি,
চাই না আর অধিক বেশি।
এতেই আমার হাজার সুখ,
নাই চিন্তা নাই দুঃখ-----