কত কি পেয়েছি, আর কি দিয়েছি।
হিসাব করেছি কি কোনদিন।
দেনা আর পাওনা, হয়েছে কি সমান।
না রয়ে গেছে বাকি কিছু ঋণ।
সদা হৃদয় জ্বলে, কোন ব্যথার ফলে।
মনে কেন এখনও শূন্যতা।
জীবনের বিচিত্র পথে, একটু অগ্রসর না হতে।
এসেছে কি শুধু ব্যর্থতা।
এসেছে শত নতুন ,হয়েছে কি মনের মতন।
জীবনে ছিল কি কিছু বাকি।
পেয়েছিলাম যখন, ভাবিনি কিছুই তখন ।
দিয়েছিলাম হাজার ফাঁকি।
মিছে মিছে ভাবি এখন, শুধু পাগলের মতন
মিছে করেছি অনেক আয়োজন।
মিছে করেছি হিসাব, লিখেছি মিথ্যা কিতাব।
ভাবি,এখন আর কিসের প্রয়োজন-