কেন ভুলে যায় ? সদা তোমায়?
তুমি মোর এই অঙ্গের সঙ্গিনী।
মুক্ত সদা, যেন প্রেম সুধা।
তুমি মোর প্রেম প্রিয়তী,
মধূর সুরের রাগিণী।
সদা সদা ভাবি, শুধু নিজ লাগি,
সারা রাত্রি জাগি।
তোমারে কভূ নাহি করি স্মরণ।
বহু ভেবে দেখি, মেলে কাজল আঁখি।
তুমি যে মোর নিত্য সঙ্গিনী।
রয়েছো সদা-শত দিবা রজনী
একান্ত আপন, আদরের প্রিয়জন।
নামটি তোমায় কি ওগো প্রিয়া?
বলো না হৃদয় দিয়া-------?
আমি ? আসি যাই,ঘুরি ফিরি,
যাকে পাই আদর করি---
চুপি চুপি, কানে কানে বলে দিই-
নামটি ? “মোর, মরণ-মরণ- মরণ”।
…………………………………………