আমার মাতৃভাষা
মহঃ সানারুল মোমিন
প্রাণের টানে
বাংলা গান
সুর রচে ভাই চাষি---
মুখের ভাষা
বুকের আশা
তাইতো ভালোবাসি---
বাংলা ভাষায়
মনের আশায়
শুনি সুমধুর গান---
মাটির গন্ধে
সকাল সন্ধ্যে
বাংলা জুড়ায় প্রাণ---