আমার বুকের ভাষা
মহঃ সানারুল মোমিন
যেখানেই আমরা যাই-
তোমার ভালোবাসার ছোঁয়া পাই।
বুকের মাঝারে-
অধিক আদরে।
দিয়েছ চির ঠাই।
যেখানেই যা কিছু দেখি-
তোমার করুণায় তাই শিখি।
মধুর ভাষায়-
প্রেম ভালোবাসায়।
বুকের মাঝে রাখি।
কাছে থাকি কিংবা দুরে-
মধুর ভাষা আছে হৃদয় পুরে।
মনের আশায়,
প্রাণের ভাষায়।
গান রচি মধুর সুরে।