আমার জন্মদিন
মহঃ সানারুল মোমিন
হৈমন্তিক সময়,
এনেছে পয়গম।
স্মৃতির সময়ের পাঁজরে
কাশের বিদায়,
স্বপ্নলেখা ভোরের শিশিরে।
একটি সৃষ্টির জন্মের ইতিকথা
রচিত হয় একপিণ্ড
রক্তের ইতিহাসের পাতায়।
সৃষ্টির সমাচার রয়ে যায়-অনন্তকাল
পিতা-মাতার প্রেমের সৃষ্টির ঋণ।
অবাক সময়,
অনন্ত সময়ে পরিশোধ হয়নি কোনদিন।
হতাশ পৃথিবী ,সময় উদাসীন।
বেশতো আজ না হয়,
ভুলেই থাকি আমার জন্মদিন
নয় আশীর্বাদ ,নয় দোয়া
বাদ পড়ে থাক প্রাণের ছোঁয়া
দিনে দিনে ঋণে ঋণে সময় চলে।
আমি উদাসীন-
আজ না হয় ভুলেই থাকি আমার জন্মদিন ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বিভিন্ন সময়ে সংগৃহিত চিত্র
০২/১১/২০২২ সময়: রাত্রি-১১.৫০ টা
নগর,মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।