মুখোশ
মহঃ সানারুল মোমিন
ঘন কুয়াশায় ঢাকা হৈমন্তিক অলস সকাল
যেন মুখোশে আড়ালে মুখ।
আঁধারের বুকে আঁকা অসহায় বৃদ্ধ বৈকাল
স্মৃতির অশ্রুজলে ভাসে সুখ।
জোনাকির ঝাপসা আলোয় জীবন সাজায়
ভোরের শিশু শিশির কণা।
আঁধারের কোলে নীরব ভাবনার মৃত স্তুপ
বুকে নব ভাবানার ঘোষনা।