মা শুধু মা
মহঃ সানারুল মোমিন
মা শুধু মা,আমার মা
শত বেদনায় যন্ত্রণা লুকিয়ে রেখে
কান্নার জলে জীবন মুছে দেওয়া রমণী ।
আমি এক হতভাগা
বারবার তোমার কান্না ভেজা পথে হাঁটি
মাড়িয়ে চলেছি তোমার কান্না ভেজা পথ ।
আমি অক্ষম ভীত মূর্খ বোধহীন
কোনদিন বুঝিনি তোমার বেদনা যন্ত্রণা
আমি তোমার বেদনায় পেয়েছি আনন্দ
গড়ে তুলেছি জীবনের সোপান ।
আজ তুমি নেই,
বুঝেছি তোমার শূন্যতা
আজ মনে হয়-
ভাঙা চালাঘরের নিকানো বারান্দায় বসে আছো তোমার খিদা লুকিয়ে আমার জন্য ভাত বেড়ে
শুধু আমার অপেক্ষায় --